মিরসরাইয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বড়দারোগারহাট থেকে ঐতিহাসিক শুভপুর ব্রীজ পর্যন্ত ওয়াকথন সম্পন্ন করেছে মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পুত্র চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল। বুধবার (২২ মার্চ) ভোর ৫টা নাগাদ উপজেলার বড়দারোগারহাট থেকে রওনা দিয়ে ১১.৩০ মিনিটে শুভপুর ব্রীজে পৌঁছান তিনি। পদযাত্রা শেষে শুভপুর বাসস্ট্যান্ডে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কর্তৃক আয়োজিত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কল্যাণে তহবিল গঠনের লক্ষ্যে এই পদযাত্রা করা হয়। গঠিত তহবিল উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করা হবে।
করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব রহমান রুহেল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, সদস্য আফছার চৌধুরী, সদস্য নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া সহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এর আগে বড়দারোগাহাট থেকে পদযাত্রায় রুহেলের সাথে কিছু পথ অংশ নেন ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা।