মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের কুশপুত্তলিকা বানিয়ে দাহ ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নিজামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দীন ও মিরসরাই উপজেলা ছাত্রনেতা নাঈম সরকারের নেতৃত্বে বিক্ষোভে এ দাবি তুলে ছাত্রদলের নেতৃবৃন্দরা।
মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসের আমতলায় এসে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দরা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের কুশপুত্তলিকা বানিয়ে গলায় জুতা ঝুলিয়ে আগুনে দাহ করে । এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব, সাংগঠনিক সম্পাদক ফারাস,১৪নং হাইতকান্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শান্ত বড়ুয়া, ১২নং খৈয়াছরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম,নিজামপুর কলেজ ছাত্রনেতা,সাহবউদ্দীন, ওমর ফারুক শাকিল, রাকিব, রাফি,রকি সহ নিজামপুর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
ছাত্রদলের নেতৃবৃন্দরা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের ফাঁসির দাবি তুলে বলেন, খুনী হাসিনার দোসর, ভূমিদস্যু,চাঁদাবাজ,টেন্ডারবাজ- রাতের ভোটে নির্বাচিত এমপি মোশাররফ হোসেনের ফাঁসির দাবি কলেজ ক্যাম্পাসে একত্রিত হয়েছি।