মিরসরাইয়ে আরশি নগর ফিউচার পার্কের উদ্বোধন 

top Banner
চট্টগ্রামের মিরসরাইয়ের একমাত্র শিশুতোষ বিনোদন কেন্দ্র আরশি নগর ফিউচার পার্কের নতুন আঙ্গিকে শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সোনাপাহাড় এলাকায় অবস্থিত আরশি নগর ফিউচার পার্কের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন, শিক্ষাবিদ ড. কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক মো: সিরাজুল ইসলাম, পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন, আবু হেনা কায়সারসহ বিএনপি, জামায়াতের বিভিন্ন স্থরের নেতাকর্মী বৃন্দ। পরে অতিথি বৃন্দ পুরো পার্ক পরিদর্শন করেন।
 মুনাজাত ও দোয়ার মাধ্যমে সুস্থ বিনোদনের প্রত্যাশা করেন দর্শনার্থীরা। কর্তৃপক্ষের অঙ্গীকার সংস্কারের মাধ্যমে সুস্থ বিনোদনের স্বপ্ন পুরন হবে। উদ্বোধনী দিন প্রবেশ ফ্রি ছিল। এছাড়া পার্কের উদ্বোধন উপলক্ষে জানুয়ারি মাস ২০% ডিসকাউন্ট থাকবে বলে জানান পরিচালক জামাল উদ্দিন।
আরো খবর