মিরসরাইয়ের কাটাছরা ইউনিয়নে আব্দুস ছত্তার ভূঁইয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে জিহান বিল্ডার্সের সৌজন্যে দরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ( স্কুলের জামা) বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জামশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. শামসুদ্দীন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।