ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার

top Banner

মিরসরাইয়ে ১৪’শ পিস ইয়াবাসহ আবারও রোহিঙ্গা নাগরিক গ্রেফতার হয়েছে। তার নাম আমান উল্লা আরমান (২৭)। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমান উল্লা আরমান কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পের আব্দুর রহমানের পুত্র।

মিরসরাই থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারী আমান উল্লাকে গ্রেফতার করা হয়। এসইময় তার শরীরে তল্লাশী চালিয়ে ১৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং (১৬) দায়ের করা হয়েছে। এবং একই দিন বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো খবর