
মিরসরাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, ফুটপাতের ওপর দোকানের মালামাল রাখা সহ বিভিন্ন অপরাধে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রবিবার ( ২৭ আগস্ট) বিকেলে উপজেলার আবুতোরাব বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান। এসময় ওই বাজারের বারবিকিউ রেস্তোরা, ইরানি কাবাব, মোহাম্মদীয়া হোটেল ও মিষ্টি বিতান, বিদ্যুৎ স্টোর, রসমেলাকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, আবুতোরাব বাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, ফুটপাতের ওপর দোকানের মালামাল রাখা এসময় মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অপরাধে ৫ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন একাজ না করে সে ব্যাপারে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।