মিরসরাইয়ের শেখেরতালুক প্রাথমিক
বিদ্যালয়ে মা ও অভিবাবক সমাবেশ

top Banner

মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের শেখেরতালুক সুকুমার নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা শিক্ষা অফিসার একেএম ফজলুল হক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন সবুজের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার ফারুক হোসাইন, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপ-সহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, মিরসরাই উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. হারুন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশারফুল কামাল মিটু। সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন। মা ও অভিবাবকদের সমাবেশ শেষে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক বলেন, শিশুদের শিক্ষার ব্যাপারে অভিবাবকদের আরো সচেতন হতে হবে। বিশেষ করে মায়ের দায়িত্ব বেশি। ছোট থেকে তাদের প্রতি যতœবান হলে তারাই এক সময় বড় হয়ে দেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিবেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের এই দেশকে আরো সুন্দর ও আধুনিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী এখন বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। মেধাবৃত্তি, উপবৃত্তি সহ আরো অনেক সুবিধা দিয়ে যাচ্ছেন।

আরো খবর