মিরসরাই উপজেলার মায়ানী মোল্লাপাড়া হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মা ও অভিবাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সরোয়ার উদ্দিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মা ও অবিভাবক সমাবেশে নতুন ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের মাঝে বিসমিল্লাহ এন্টারপ্রাইজের সৌজন্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে মতবিনিময় করা হয়। এসময় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল। এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, এবং ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য জাহানারা বেগম সহ বিপুল সংখ্যক মা ও অবিভাবক উপস্থিত ছিলেন।