মিরসরাইয়ের ভোরের বাজারে সোশ্যালইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

top Banner

মিরসরাইয়ের সাহেরখালী ভোরের বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন হয়েছে। রোববার (১৬ এপ্রিল) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ব্যাংকের বড়দারোগাহাট শাখার ম্যানেজার মো. মাজহারুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, ব্যাংকের ভোরের বাজার শাখার ইনচার্জ মো. জসীম উদ্দিন। আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখা উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাজারের ব্যবসায়ি, জনপ্রতিনিধি, রাজনৈতিক, পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর