মিররসাই পৌরসভার উপ-নির্বাচনে বিজয়ী ফরিদা ইয়াসমিনের শপথ গ্রহণ

top Banner

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই পৌরসভার সংরক্ষিত-১ (১, ২, ৩ নং ওয়ার্ড) উপ-নির্বাচনে বিজয়ী মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন শিল্পীর শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার নব-নির্বাচিত কাউন্সিলর ফরিদা ইয়াসমিন শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর নুরুন নবী ও মিরসরাই থানার পরিদর্শক (অপারেসন্স) দীনেশ দাশ চন্দ্র গুপ্ত।

প্রসঙ্গত : গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হয়ে এই ওয়ার্ডের ৪বারের নির্বাচিত মহিলা কাউন্সিলর রিজিয়া বেগমের মৃত্যুতে শূণ্য হয়ে পড়ে পদটি। গত ১৮ অক্টোবর আর কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় ফরিদা ইয়াসমিন শিল্পীকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা দেন চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা মোহাঃ জাহাঙ্গীর হোসেন।

আরো খবর