মিঠাছরা বাজার থেকে মাদক সম্রাট বুলেট সেলিম গ্রেপ্তার

top Banner

নিজস্ব প্রতিবেদক :

মাদক সম্রাট মো. আমির হোসেন সেলিম প্রকাশ বুলেট সেলিমকে (৩৮) গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। শনিবার (৩০ অক্টোবর) রাত ৮টায় উপজেলার মিঠাছরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়ে। সে মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়ীয়া গ্রামের জামশেদ আলমের ছেলে।

তার বিরুদ্ধে মিরসরাই থানায় এক ডজনের অধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সে মোরগ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছে বলে জানা গেছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মাদক সম্রাট মো. আমির হোসেন সেলিম প্রকাশ বুলেট সেলিমের বিরুদ্ধে থানায় ১ ডজনের অধিক মামলা রয়েছে। যা বর্তমানে বিচারাধীন। এছাড়া ২টি মামলা তদন্তনাধীন রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিলো। শনিবার রাতে মিঠাছরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

আরো খবর