মিঠাছরা ফাজিল মাদ্রাসার শিক্ষক ও মিঠাছড়া এটি একাডেমির পরিচালক আনোয়ার সিদ্দিকী আর নেই

top Banner

মিরসরাইয়ের শত বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান মিঠাছরা ফাজিল মাদ্রাসার শিক্ষক, মিঠাছড়া এটি একাডেমির পরিচালক আনোয়ার সিদ্দিকী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)
সোমবার (৬ মার্চ) দুপুর ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস করেন তিনি। মৃত্যুকালে এ গুণী শিক্ষক ১ ছেলে ১ মেয়ে, সহধর্মীনীসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আনোয়ার সিদ্দিকীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের চিফ রিপোর্টার ও চলমান মিরসরাই’র প্রধান সম্পাদক মনজুরুল হক। এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পরিবারিক সূত্রে জানা গেছে, আনোয়ার সিদ্দিকী বেশ কিছুদিন আগে ব্রেণস্টোক করে বাক ও দৃষ্টিশক্তি হারান। ঢাকা শরমিতা হাসপাতালে অপারেশনের পর তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেও ফিরে পাননি বাকশক্তি। সর্বশেষ চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পরিবারের সকলের সম্মতিতে জানাজার সময় নির্ধারণ করা হবে বলেও জানায় একাধিক নিকটাত্মীয়।

আরো খবর