মিঠাছরা খাজা ক্লথ স্টোরের ২য় শাখা উদ্বোধন

top Banner

 

নিজস্ব প্রতিনিধি :

মিরসরাইয়ের ফ্যাশন জগতের অন্যতম আধুনিক প্রতিষ্ঠান খাজা ক্লথ স্টোর। সোমবার (৪ মার্চ) সকালে মিঠাছরা বাজারে খাজা ক্লথ স্টোরের দ্বিতীয় শো রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাহারি শাড়ি, সেলোয়ার কামিজ, পাঞ্জাবিসহ বিভিন্ন ধরণের পোশাক সামগ্রী রয়েছে শোরুমটিতে।

উদ্বোধনকালে খাজা ক্লথ স্টোরের সত্ত্বাধিকারী মোহাম্মদ সাইদুল হক বলেন, এই অঞ্চলের মানুষের চাহিদা অনুযায়ী শহরের মতো একটি আধুনিক প্রতিষ্ঠান করার চেষ্টা করা হয়েছে। এসময় তিনি রমজানকে ঘিরে যে অরাজকতা সৃষ্টি হয় সে প্রথা থেকে বেরিয়ে আসার আহবান জানান ।

এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামশুল আলম দিদার, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ দিদারসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

আরো খবর