মায়ানী ছাত্রলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ (ভিডিও সহ)

ফিরোজ মাহমুদ

মিরসরাইয়ে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির উদ্যোগে ১শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন রিয়াদের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা আওয়ামিলীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, উপজেলা আওয়ামিলীগের সদস্য গিয়াস উদ্দিন, সদস্য বাবু সঞ্জয় বড়ুয়া, ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।

শনিবার (১ মে) উপজেলার মায়ানী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যলয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, আরিফুল ইসলাম, জাফর ইকবাল নাহিদ, মিঠুন শর্মা, মায়ানী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, মো. রিপন প্রমুখ।

আরো খবর