
ফিরোজ মাহমুদ
বৈশ্বিক সংকটে অসহায়-কর্মহীন মানুষের জন্য আসন্ন ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন পরিষদে নিম্ন আয়ের মানুষের পরিবারপ্রতি ৫০০শত টাকা করে উপহার দেয়া হয়েছে।
মঙ্গলবার (৪ মে) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নে ইউনিয়ন পরিষদ হলরুমে ঈদ উপহার বিতরণকালে বক্তব্য রাখেন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, উপজেলা আওয়ামিলীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, ইউপি সদস্য দিদার এলাহী, তর্জু বড়ুয়া, ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়ন প্রমুখ।
কবির আহম্মদ নিজামী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের অধীনে করোনাকালীন সময়ে অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫০০ জনকে নগদ ৫’শ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।