ফিরোজ মাহমুদ
মিরসরাইয়ের মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ঈদ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এতে ট্রাইব্রেকারে যুবলীগকে ৩-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে ছাত্রলীগ। শুক্রবার (২১ মে) বিকেলে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দিতা করেন মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ বনাম ইউনিয়ন যুবলীগ।
মিরসরাইয়ের সাংসদ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি পুত্র চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামিলীগের সদস্য বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের নির্দেশনায় এ প্রীতি ফুটবল ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কবির আহম্মদ নিজামী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, সদস্য গিয়াস উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ ও মিঠুন শর্মা।
এসময় বক্তারা বলেন, ইতিবাচক ছাত্রলীগ যুবলীগ গড়তে খেলাধুলার বিকল্প নেই। মায়ানীকে মাদক, সন্ত্রাস ও অনলাইন ভিড়িও গেম থেকে মুক্ত রাখার জন্য এই খেলার আয়োজন করা হয়। এবং ক্রমান্বয়ে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা চলমান থাকবে বলেও ঘোষণা দেন।
খেলা শেষে উভয় দলের প্রত্যেক খেলোয়াড়ের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও প্রধানমন্ত্রীর লেখা শেখ মুজিব আমার পিতা বইগুলো তুলে দেন।