ফিরোজ মাহমুদ
মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের পুর্ব মায়ানী গ্রামের শীল বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের জন্য ঘর নির্মাণ করে দেন মিরসরাইয়ের সাংসদ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেয়া হয়েছে ২০ দিনের খাবার। মঙ্গলবার (৩০ মার্চ) ঘরের নির্মাণ কাজ শেষে ক্ষতিগ্রস্তদের বুঝিয়ে দেন মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী।
এসময় মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী বলেন, আমাদের অভিবাবক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির আর্থিক সহযোগীতায় শীল বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের জন্য ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। এছাড়াও পরিবারগুলোকে দেয়া হয়েছে ২০ দিনের খাবার। তিনি আরো বলেন, প্রিয় নেতার নির্দেশে আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সব সময় আছি।
মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিস ও হাড়ি পাতিল তুলে তুলে দেন মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরেরচ্ছাপা নয়ন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন শাকিল ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।