![top Banner](https://chalamanmirsarai.com/wp-content/uploads/2024/02/tukri-mart-ad.jpeg)
মিরসরাইয়ে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন স্বপ্নের মিরসরাইয়ের উদ্যোগে ১২০ মাদরাসা শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে মিরসরাই লতিফিয়া কামালিয়া মাদরাসায় এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লতিফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক।
এই সময় সামাজিক সংগঠন স্বপ্নের মিসররাইয়ের প্রতিষ্ঠাতা প্রবাসী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আশরাফ উদ্দিন ও প্রবাসী দেলোয়ার হোসেন প্রমুখ।
স্বপ্নের মিরসরাইয়ের প্রতিষ্ঠাতা সমাজকর্মী সাখাওয়াত হোসেন বলেন, মানুষের ৫ টি মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা নিয়ে কাজ করছে এই সংগঠন। দারিদ্র ও ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য বিতরণ, বস্ত্রহীনদের মাঝে বস্ত্র বিতরণ, গৃহহীনদের গৃহনির্মাণে সহায়তা করে আসছে। এছাড়া দরিদ্র ও পঙ্গুদের চিকিৎসায় বিনামূল্যে ঔষুধ সরবরাহ ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে। ২০১৯ সাল থেকে স্বপ্নের মিরসরাই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে আসছে। সবশেষে অতিথিরা মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার শিশু শ্রেণী থেকে শুরু করে একাদশ শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণীর ১০ জন করে মোট ১২০ জনের মাঝে খাতা ও কলম তুলে দিয়েছেন।