মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিরসরাইয়ের মস্তান নগর শাহ কালা (রহঃ) প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহ্ কালা (রহঃ) প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্¦ে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল কুমার নাথ, নূরে মদিনা ওমরা ও হজ¦ কাফেলার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মফিজুর রহমান, নূরে মদিনা ওমরা ও হজ¦ কাফেলার সচিব মো. সাইদুল হক, জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কামরুল হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
আরো খবর