চলমান রিপোর্টঃ
মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “মধ্যম আমবাড়ীয়া যুব সংঘ” এর উদ্যোগে প্রতি ঈদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবারও গ্রামের গরিব ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। শনিবার (১মে) সংগঠন কার্যালয়ে অসহায় ও কর্মহীনদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার পৃষ্ঠপোষক নজরুল ইসলাম, সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোরশেদ উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক লোকমান হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল কাইয়ুম, অর্থ সম্পাদক মোঃ ইউনুস, ধর্মীয় সম্পাদক মোঃ মুনির উদ্দিন, শিক্ষা সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ।