চলমান রিপোর্টঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১নং মঘাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড তিনঘরিয়াটোলা থেকে মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণ করতে চান মো. আলমগীর আলম। ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আলমগীর বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সাস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা মো. নুরুল ইসলাম প্রকাশ ‘বঙ্গবন্ধু’। এলাকায় বঙ্গবন্ধু হিসেবে পরিচিত নুরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করে আসছেন।
১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আলমগীর আলম বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করছি। দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজ করছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হতে আমি আমার ১নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করার ইচ্ছে পোষণ করছি। ১নং ওয়ার্ডে অবহেলিত মানুষের পাশে দাড়াতে এবং ১নং ওয়ার্ড তথা মঘাদিয়ার উন্নয়নের দ্বারা অব্যহত রাখতে আমার ওয়ার্ডের জনগন আমার পক্ষে রায় দিবে এটাই প্রত্যাশা।