মঘাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

top Banner

::চলমান রিপোর্ট::
১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে, এলজিএসপি-এর অর্থায়নে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা মো. আজম খাঁন।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল হালিম মাস্টারের সঞ্চালনায় এইসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল গনি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাজ্বী নুর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আবুল খায়ের প্রকাশ তাহের, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল নাথ, ইউনিয়ন পরিষদের সচিব বিকাশ ধর, ইউপি সদস্য মো. ইউনুস, নুরুল আবছার, রাজিব চৌধুরী, মো. পলাশ, আরিফ উল্ল্যা চৌধুরী, রবিউল রনি, নুরনবী, নুরেচ্ছাপা, সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা বিবি খতিজা, জরিনা আক্তার, পান্না চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দিদারুল আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরো খবর