মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ফরম বিতরণ ও আলোচনা সভা

top Banner

::চলমান রিপোর্ট::
বাংলাদেশ ছাত্রলীগ মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সদস্য ফরম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় আবুতোরাব বাজারে দলীয় কার্যালয়ে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন। সাধারণ সম্পাদক তৌহিদ আনোয়ার বাপ্পীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলাল উদ্দিন আহম্মদ, নুরুল গনি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুল ইসলাম, আব্দুল্লাহ আল হালিম মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার হারুন, যুগ্ম সম্পাদক নুরে আলম সিদ্দীকি মাসুদ, নুরুল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ ইকবাল, এস্কান্দার হোসেন আকাশ, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নাইম রবীন, শাখাওয়াত রনি, আমিনুল ইসলাম, রোমান সিকদার, কাওসার, সাইফুল ইসলাম, আরিফ প্রমুখ।

আরো খবর