::চলমান রিপোর্ট::
মঘাদিয়া ইউনিয়নের ২ টি কমিউনিটি ক্লিনিকে ৬০০ করোনা টিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে ভূঁইয়া তালুক কমিউনিটি ক্লিনিক ও সফিউল্লাহপাড়া কমিউনিটি ক্লিনিকে ৩০০ করে মোট ৬০০ জনকে এ টিকা প্রদান করা হয়।
সকাল ১০টায় টিকা কার্যক্রম পরিদর্শন করেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টার।
এসময় টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন এইচ আর শাহাদাৎ কবির, স্বাস্থ্য সহকারী তোফায়েল আহম্মেদ, সি.এইচ.সি.পি সায়েরা বেগম, এফ.ডব্লিও.এ মনিবালা বণিক ও জেসমিন আক্তার।