মঘাদিয়ায় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়

top Banner

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ইউনিয়নের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। রবিবার (২৯ আগষ্ট) দুপুর ২টায় মঘাদিয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মোঃ নুর হোসেন।

এসময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল হালিম মাষ্টার, ইউপি সদস্য নাছির উদ্দিন মিলন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন পাশা, ইউনিয়ন পরিষদের সচিব বিকাশ ধর, ইউপি সদস্য জয়নাল আবেদীন, মহিউদ্দিন, আলা উদ্দিন, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন সহ নেতৃবৃন্দ।

চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁর যুদ্ধ না করলে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারতাম না। মঘাদিয়া ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের তালিকা সম্বলিত নাম ফলক স্থাপন করা হবে। সকল মুক্তিযোদ্ধাদের ভ্যাকসিনের আওতায় আনা ও মুক্তিযোদ্ধাদের ট্যাক্স ফ্রি করা হবে।

আরো খবর