মিরসরাই উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপী ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেলে নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল গনি, হাজ¦ী বেলাল উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ মঈনুদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল হালিম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ইস্কান্দার হোসেন আকাশ, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, সাধারণ সম্পাদক নুরুল আবছার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন শাহিন কাকলী, সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজ মাষ্টার সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের কালো রাতে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ক্ষান্ত হয়নি। স্বাধীনতার ৫০ বছর পরে হত্যাকারির দোষরেরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশ নাকি শ্রীলংকা হয়ে যাবে। বিএনপি-জামায়াত অপপ্রচার করে সফল হতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তাই দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।