মঘাদিয়া ইউনিয়নের বিএনপি নেতা আবুল কাশেমের জানাযা নামাজ সম্পন্ন


মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড গাজীটোলা জামে মসজিদের খাদেম ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম হাজী আবুল কাশেম এর জানাযা নামাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মরহুমের নিজ গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি বৃহস্পতিবার রাত ২ টায় বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন। জানাজা নামাজে বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুম আবুল কাশেম এর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্নার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মরহুম আবুল কাশেম এর জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন চট্রগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন,উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, গাজীটোলা মসজিদের সভাপতি ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাবেক কর্মকর্তা রেদোয়ানুল হক, মরহুম আবুল কাশেমের সন্তান কাউসার প্রমুখ। জানাজায় উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক মহিউদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এটিএম মনজুরুল হক বাহার, উত্তরজেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, মিরসরাই উপজেলা জাসাস সভাপতি মেসকাত চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ আলাউদ্দিন, মিরসরাই পৌর বিএনপি’র সদস্য এএ‌ইচএম শাহরিয়ার. মিরসরাই উপজেলা ছাত্রদলের সভাপতি সরওয়ার হোসেন রুবেল, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন জনি, সহ সাধারন সম্পাদক আমজাদ হোসেন রুবেল,সহ সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাবু,সহ সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন টিপু সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো খবর