ভালোবাসা দিবসে মিরসরাই ক্যাফের ব্যতিক্রমী আয়োজন

top Banner

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ছিলো বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি উপলক্ষে একে-অপরের সাথে ভালোবাসা বিনিময় করেন। তারই অংশ হিসেবে মিরসরাই পৌর সদরে অবস্থিত ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মিরসরাই ক্যাফে।
এইদিন ব্যতিক্রমী উদ্যোগে নিয়েছে মিরসরাই ক্যাফে রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানটি নুরানি ও ফারুকিয়া মাদরাসার দেড় শতাধিক হাফেজ, এতিম ও শিক্ষকদের আয়োজনের ফ্রি মেজবানীর আয়োজন করেছে। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে ভালোবাসা দিবস উপলক্ষে লাল গোলাপের শুভেচ্ছা জানান ক্যাফে রেষ্টুরেন্টের মালিক সাফায়েত ইশতিয়াক ।

মিরসরাই ক্যাফের এমন আয়োজনে মাদরাসার শিক্ষার্থীরা খুবই আনন্দিত। তারা বলেন, আমরা এতিম, মাদরাসার ছাত্র হিসেবে অনেকে অবহেলা করেন। কিন্তু মিরসরাই ক্যাফের মালিক সাফায়েত ইশতিয়াক ভাই আমাদেরকে একটি করে ফুলেল শুভেচ্ছা ও দুপুরের খাবার দিয়েছেন সত্যি তা প্রশংসনী উদ্যোগ।

মিরসরাই ক্যাফের সত্ত্বাধিকারী সাফায়েত ইশতিয়াক বলেন, বিশ^ ভালোবাসা দিবস উপলক্ষে মানুষ একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করে থাকেন। কিন্তু যারা এতিম তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসার প্রয়োজন। এই জন্য মিরসরাই ক্যাফের উদ্যোগের মাদরাসার হাফেজ, এতিম শিক্ষার্থীদের সাথে ভালোবাসার দিবসটি উদযাপন করেছি।
তিনি আরও বলেন, আমরা এটিকে প্রচারণার উদ্দেশ্যে করি নাই। আমরা মানুষকে একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি। এখানে সব শ্রেণি পেশার মানুষ আসতে পারে।

আরো খবর