- নিজস্ব প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে প্রবেশমুখে মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে যাত্রীসেবা বাস কাউন্টার শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার ( ২২ এপ্রিল) বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিরসরাই পৌরসভার মেয়র আলহাজ¦ গিয়াস উদ্দিন। যাত্রীসেবা বাস কাউন্টারের পরিচালক, সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত জামিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহফুজুল আলম। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা বাকি বিল্লাহ সাদেকী। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ, দৈনিক নয়া দিগন্ত ও বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি এম মাঈন উদ্দিন, ইউপি সদস্য নুরুল আবছার, হারুন অর রশিদ, মীর হোসেন, বড়তাকিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুমন, কাউন্টারের পরিচালক শেখ জামাল সহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ।
যাত্রীসেবা কাউন্টারের পরিচালক আবুল হাসনাত জামিল বলেন, বঙ্গবন্ধু শিল্পনগরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে। এছাড়া এখানে রয়েছে খৈয়াছরা ঝর্ণা, নাপিত্তাছরা ঝর্ণা, সোনাইছরা ঝর্ণা সহ একাধিক পর্যটন স্পট। তাই দুর-দুরান্ত থেকে আসা মানুষের পরিবহন সেবা দিতে এই কাউন্টার চালু করেছি। এখানে যেকোন বাসের টিকেট পাওয়া যাবে। যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার করেন জামিল।