নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে বৈধ কাগজপত্র না থাকায় ৩টি করাতকল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে করাতকলগুলো বন্ধ করেছেন।
রবিবার (১১ সেপ্টম্বর) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের আনন্দ বাজার ও আবুতোরাব বাজারে পৃথক অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তিনটি করাতকল সিলগালা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান।
উপজলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, করাতকল বিধিমালা আইন অনুযায়ী মায়ানী ইউনিয়নের আনন্দ বাজার ও আবুতোরাব বাজারে পৃথক অভিযান পরিচলনা করা হয়। এতে আনন্দ বাজার এলাকার করাতকল মালিক সিরাজুল ইসলাম ও কবির হোসেন তাদের পরিচালিক করাত কলের বৈধ কাগজ পত্র না দেখাতে পারায় ২টি করাতকল সিলগালা করা হয়। এছাড়া একই বিধিমালায় বৈধ কাগজ দেখাতে না পারায় আবুতোরাব বাজারের কামাল পাশা পরিচালিত করাতকলকে সিলগালা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, আমরা করাতকল বিধিমালা আইন অনুযায়ী উপজেলার আনন্দ বাজার ও আবুতোরাব বাজারে ৩টি করাত কল সিলগালা করেছি। উপজেলার অন্যন্য অবৈধ করাত কলের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে ধারাবাহিক অভিযানের মাধ্যমে।