বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায়
সিএনজি-অটোরিক্সার চালক সহ ২ জন নিহত

top Banner

নিজস্ব প্রতিবেদক:

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনিখিল এলাকায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি-অটোরিক্সার চালক সহ ২ জন নিহত হয়েছেন। এসময় সিএনজি-অটোরিক্সার আরো ৪জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় সিএনজি-অটোরিক্সা চালক নিহত শাহাদাত হোসেনের স্ত্রী হাছিনা আক্তার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিহতরা হলো সিএনজি-অটোরিক্সা (রেজিষ্ট্রেশনবিহীন) চালক জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় এলাকার শাহ আলমের ছেলে শাহাদাত হোসেন (৪৫) ও যাত্রী ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার গজারিয়া গ্রামের আবু তৈয়বের ছেলে মো. হানিফ (২৭)। শাহাদাৎ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মোঃ হানিফকে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এসময় আহত হয়েছেন ভুজপুর থানার গজারিয়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহ আলম (৩৬)। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। সিএনজি-অটোরিক্সার পেছনে থাকা আরো ৩ যাত্রী এসময় আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে চলে যাওয়ায় তাদের নাম পাওয়া যায়নি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের সাইবেনিখীল এলাকায় সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেড এর ফ্যাক্টরীর সামনে একটি গাড়িকে পিকআপকে অভারটেক করার সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা সিএনজি-অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসময় সিএনজি-অটোরিক্সা দুমড়ে মুছড়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় সিএনজি-অটোরিক্সা চালক শাহাদাৎ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে এবং যাত্রী হানিফকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, প্রাইভেটকারটি করেরহাট ইউনিয়নের কয়লা এলাকার আফছার চৌধুরীর। প্রাইভেটকারটি তার ড্রাইভার নুরুল আলম চালাচ্ছিল বলে শোনা গেছে। দুর্ঘটনার সময় আফছার চৌধুরী গাড়ীতে ছিলেন। এসময় প্রাইভেটকারের যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এঘটনায় সিএনজি-অটোরিক্সা চালক নিহত শাহাদাত হোসেনের স্ত্রী হাছিনা আক্তার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরো খবর