বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবুল বশরের ইন্তেকাল
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

top Banner

নিজস্ব প্রতিবেদক:

মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবুল বশর (৭৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার (১২ নভেম্বর) বাদে আসর উপজেলার বামনসুন্দর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি শাহাদাত হোসেন মনছুর, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার কবির আহম্মদ, সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, মুক্তিযোদ্ধা মাস্টার রফিকুজ্জামান, কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার।

জানাযায় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ি, পেশাজীবি ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। জীবদ্দশায় তিনি বামনসুন্দর দারোগাহাট বাজার কমিটির সভাপতি, বামনসুন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, হাজ্বী আবুল বশর জামে মসজিদের প্রতিষ্ঠাতা, উম্মে হাওয়া নূরানী মাদরাসার প্রতিষ্ঠাতা সহ বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আরো খবর