নিজস্ব প্রতিবেদক>>
বীর মুক্তিযোদ্ধা, সাবেক বিআরডিবি চেয়ারম্যান, প্রবীণ আওয়ামীলী নেতা মরহুম হাজ্বী তোবারক হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ আগষ্ট) বিকেলে মিরসরাই উপজেলার করেরহাট রাজ কুমার কমিউনিটি সেন্টারে করেরহাট ভূমি অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ শোয়াইবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মরহুমের পুত্র ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন।
স্বরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য, মোঃ নিজাম উদ্দিন, আফসার হোসেন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মাইন উদ্দিন মেম্বার, সহ-সভাপতি শহীদ উল্লাহ মেম্বার, ইউপি সদস্য আজাদ উদ্দিন, বেলাল উদ্দিন, কোরবান আলী, সাবেক মেম্বার মোঃ ইউসুফ, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়া, অর্থ সম্পাদক, মোঃ আক্তার হোসেন, প্রচার সম্পাদক, ডাঃমহিন উদ্দিন, দপ্তর সম্পাদক জমির উদ্দিন, সদস্য সরোয়ার উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক, মোঃ এয়াসিন, আওয়ামীলীগ নেতা শরফুদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোয়াইব রুমি, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাহাব উদ্দিন, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জহিরুল হক কোম্পানি, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মীরু মেম্বার, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাইফ উদ্দিন, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরবের রহমান মিয়া, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, উদয়ন ক্লাবের সহ-সভাপতি আশিষ কুমার দাশ, ভুমি অধিকার সংরক্ষণ কমিটির যুগ্ম সম্পাদক, মোঃ রবিউল হোসেন, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় কমিটির সদস্য শেখ কামাল, উপজেলা যুবলীগের সাবেক সদস্য আলাউদ্দিন আলো, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সাবেক সদস্য সাইদুজ্জামান জুয়েল, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন, উপজেলা যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা ইমাম হোসেন, শামসুদ্দিন, অহিদুর নবী শোভন, মেজবা, ঝুমন, সুমন, জাহেদুল ইসলাম, রাজু, সাকিব, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সংগঠক আরিফুল ইসলাম মাহিম, ভালুকিয়া স্পোটিং ক্লাবের সভাপতি মেহেদী হাসান তানভীর, করেরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা জিয়াউল তারেক তুষার, ইকবাল সুমন, আরশে আজিম, শামিম ওসমান, সোহাগ, মোমিন, হাসান, এনাম, অনিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন জীবদ্দশায় কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেন নি। তিনি সব সময় সমাজের অবহেলিত মানুষের কথা বলতেন। তাঁর মৃত্যুতে ইউনিয়নবাসীর অপুরনীয় ক্ষতি হয়েছে।