বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসের আগে আশা জাগালেন ইমরান

top Banner

::বিনোদন ডেস্ক::
১৬-২১ মার্চ বেলগ্রেডে অনুষ্ঠিত হবে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস। সেই অ্যাথলেটিকসে অংশগ্রহণ করবেন বাংলাদেশের লন্ডন প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান।
ইমরানকে নিয়ে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন আশাবাদী। ‘ইনডোরে অংশ নেয়ার রেকর্ড আমাদের আগে নেই। ইমরান অত্যন্ত সম্ভাবনাময়ী। গতকাল সর্বশেষ এক অনানুষ্ঠানিক প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে। বেলগ্রেড যাওয়ার আগে এখন সে শুধু অনুশীলনের ওপর থাকবে’– বলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।
বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশনের সঙ্গে ইমরানকে যোগাযোগ করিয়ে দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। ইমরান বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে বিশ্ব ইনডোর গেমসের জন্য সব কিছু সমন্বয় করছেন।

গতকাল লন্ডনে এক অনানুষ্ঠানিক প্রতিযোগিতায় ৬০ মিটার ইনডোরে ইমরান ৬.৬৮ সেকেন্ড টাইমিং করে প্রথম হয়েছেন। এ টাইমিং ১০০ মিটারের অনুপাতে বাংলাদেশে যে জাতীয় রেকর্ড করেছিলেন এর সমান। ইমরানকে নিয়ে বড় স্বপ্ন বাংলাদেশের। সাধারণ সম্পাদকের কথা, ‘সামনের বছর এশিয়ান গেমস তো বটেই, এশিয়ান গেমসেও তাকে নিয়ে আমরা আশা রাখছি।’

আরো খবর