
::চলমান রিপোর্ট::
নব গঠিত চট্টগ্রামের মিরসরাই উপজেলা, পৌর, বারইয়ারহাট পৌর বিএনপি ও যুবদল নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার ( ৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়তাকিয়া এলাকায় মঘাদিয়া এবং খৈয়াছড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জেষ্ঠ্য সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন
মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুজ্জামান চেয়ারম্যান, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা বিএনপির সদস্য মুছা মিয়া চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য এডঃ নুরুল করিম এরফান, এডঃ রাশেদুল ইসলাম, এডঃ মঞ্জুর হোসেন মঞ্জু, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, বারইয়ারহাট পৌর যুবদলের আহবায়ক নুরুল আফছার মিয়াজী, মিরসরাই পৌর যুবদলের আহবায়ক কামরুল হাসান, উপজেলা যুবদল নেতা শামছুদ্দিন সুমন, মোহাম্মদ রাশেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোঃ ফোরকান উদ্দিন চৌধুরী, মিরসরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম, উপজেলা যুগ্ম আহবায়ক আরিফ মাঈন উদ্দিন, সদস্য ডা. শহীদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এসময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, নিজামপুর কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা শহীদুল ইসলাম, সাহেরখালী ইউনিয়ন বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা, হাইতকান্দি ইউনিয়ন বিএনপি নেতা আলা উদ্দিন মাস্টার, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আলম কোম্পানী, শাহাদাত হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা ওমর ফারুক, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদল নেতা আবু তাহের, নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা তানভীর হোসেন, আকবর মীর্জা, রফিক উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হোসেন, মিরসরাই সদর ইউনিয়ন যুবদল নেতা তারেক, আজাদ ও ইছাখালী ইউনিয়ন যুবদল নেতা নাছির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, সামনে আমাদের জন্য কঠিন সময় অপক্ষো করছে। বর্তমান অবৈধ সরকার হটাতে আন্দেলন সংগ্রামের কোন বিকল্প নেই। তাই আমাদের সুসংগঠিত হতে হবে। তৃণমূলের কর্মীদের সাথে কোন সম্প্রক্ততা নেই, এমন কাউকে আগামীতে দলের দায়িত্ব দেয়া হবে না। উপজেলার সকল ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে, সে লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে ব্যক্তিস্বার্থের উর্দ্ধে উঠে কাজ করতে হবে।
সংবর্ধিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মিরসরাই উপজেলা বিএনপির দূর্দিনের কান্ডারী নুরুল আমিন চেয়ারম্যান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।