বিজিএমইএ নির্বচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ক্লিফটন গ্রুপের পরিচালক মহিউদ্দিন চৌধুরী

চলমান রিপোর্ট

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের কৃতি সন্তান ক্লিফটন গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমডিএম মহিউদ্দিন চৌধুরী।

নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলে ৯টি পরিচালক পদের বিপরীতে সম্মিলিত পরিষদ পেয়েছে ৭টি পদ। বাকি দুটি পেয়েছে ফোরাম। মহিউদ্দিন চৌধুরী ফোরাম প্যানেল থেকে ঢাকা – চট্টগ্রাম সম্মিলিতভাবে সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজিএমইএ এর পরিচালক নির্বাচিতহন।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় বিজিএমইএ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার।

এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএ’র ৩৫টি পরিচালক পদের জন্য দুই প্যানেলের ৩৫ জন করে মোট ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

চট্টগ্রাম অঞ্চলে সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন- সৈয়দ নজরুল ইসলাম, তানভীর হাবিব, এএম শফিকুল করিম খোকন, হাসান জ্যাকি, আহসানুল হক, রাকিবুল আলম চৌধুরী ও মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা কায়সার।

ফোরাম থেকে নির্বাচিত হয়েছেন এম মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আব্দুস সালাম।

নতুন বোর্ড দায়িত্ব নেবে আগামী ২০ এপ্রিল। নির্বাচনে বিজয়ী পরিচালকরা সভাপতিসহ ঢাকায় ৫ জনসহ সভাপতি এবং চট্টগ্রামে ২ জন সহ-সভাপতি নির্বাচিত করবেন।

এদিকে পরিচালক পদে মহিউদ্দিন চৌধুরী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ক্লিফটন গ্রুপের সকল কর্মকর্তা – কর্মচারী। এছাড়াও মিরসরাইয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন তাকে অভিনন্দন জানান।

আরো খবর