বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের শোকসভা অনুষ্ঠিত

top Banner

নিজস্ব প্রতিনিধি

মিরমরাইয়ে বিএনপি নেতা মরহুম আবুল কালাম আজাদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুন) ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য নুরুল আমিন।

উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আজিজুল হক মেম্বারের সভাপতিত্বে ও শহিদুল ইসলাম, হানিফ মিঝির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন, ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা শামছুদ্দোহা মামুন, শাহাদাত হোসেন।

শোকসভায় কালাম চেয়ারম্যানের স্মরণে বক্তব্য রাখেন জহিরুল হক ধনা মেম্বার, মরহুমের একমাত্র সন্তান ফাহাদ বিন কালাম, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক মাসুকুল আলম সোহান, ইছাখালী বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হোসেন,মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটু ও আব্দুল্লাহ আল নোমান, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে,মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দীন, সাইফুল ইসলাম, জিলানী,মাঈনুদ্দিন, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম, রানা,রিয়াদ সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

আরো খবর