বিএনপি নেতা শাহীদ চৌধুরীর বাড়িতে হামলা

top Banner

মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে এই হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শাহীদুল ইসলাম চৌধুরীর ছোট ভাই জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, রাত ৯ টার দিকে একদল যুবক এসে আমাদের বাড়িতে হামলা করে। তারা বাড়ির চারপাশের লাইট, সিসিটিভি ক্যামরা ও প্রয়োজনীয় আসবাবপত্র ভাংচুর করা হয়। আমরা আওয়াজ শুনে ঘর থেকে বের হলে পালিয়ে যায়।
উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, চলমান আন্দোলনে ভীত হয়ে সরকার দলীয় ক্যাডার বাহিনী এই হামলা করেছে। আমার বাড়িতে এর আগেও একাধিক হামলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। আমরা এসবে ভীত নই। আগামি ৫ তারিখের রোড মার্চ সফল করতে এবং এই সৈরাচার ভোটচোর হাসিনা সরকারকে পতন ঘটতে জাতীয়তাবাদী শক্তি জনগনকে সাথে নিয়ে সফল হবো ইনশাআল্লাহ।

আরো খবর