Link BandarQQ
Situs Idpro
Pkv QQ Online
Situs QQ Online
Situs Judi Bola
Link Pkv Games
Situs Pkv QQ
Link BandarQQ Online
Situs BandarQQ Online
Login Pkv Games
Login Pkv QQ
Link BotakQQ
Agen Pkv Games
BandarQQ
Poker Online Terpercaya
Pkv Games
Pkv Games
Pkv Games
Download Apk Pkv
Hasil Bola
Hasil Togel
Film Lk21
Mlbbtv
Nonton Film Semi
BandarQQ Pkv
Link Judi Bola
Link BBM88
Login BBM88
Link Judi Online
Link Judi Online
Link Judi Sbobet
Agen Judi Bola
BandarQQ Online
বিএনপিহীন ভোটের মাঠে সরকার দলীয় একাধিক সম্ভ্যাব্য প্রার্থী - চলমান মিরসরাই

বিএনপিহীন ভোটের মাঠে সরকার দলীয় একাধিক সম্ভ্যাব্য প্রার্থী

মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচন

top Banner

আগামী ৮মে অনুষ্ঠিতব্য মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমে ডজনখানেক সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেলেও এখন আলোচনায় চারজন। নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া উন্মুক্ত থাকলেও বিএনপি বিহীন ভোটের মাঠে দলীয় সিগন্যালের অপেক্ষায় রয়েছে তারা। এখন দৃশ্যমান চার প্রার্থী। উপজেলার করেরহাট ইউনিয়ন থেকে সাহেরখালী বিভিন্ন সামাজিক প্রোগাম, বাজারে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর প্রচারণা। সেসব প্রচারণায় তুলে ধরছেন তাদের অতীতের কার্যক্রমের ফিরিস্তি। সংসদ নির্বাচনের মত উপজেলা পরিষদ নির্বাচনেও বিএনপি অংশ না নেওয়ার বিষয়টি এখনো পর্যন্ত অনেকটা নিশ্চিত। সে হিসেবে মিরসরাইয়ে প্রতিদ্বন্ধিতা হবে আওয়ামী লীগের নিজেদের মধ্যে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী আলোচনায় রয়েছে।

জানা গেছে, মিরসরাইয়ের রাজনৈতিক অঙ্গণে আলোচিত হচ্ছে আসন্ন উপজেলা নির্বাচন। এখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও পেশাজীবি সংগঠনের ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনের আকাঙ্খা নিয়ে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মাঝে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যানও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও প্রার্থী হতে আকাঙ্খার কথা শুনিয়েছেন অনেকেই। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ এমরান উদ্দিন।

ভাইস চেয়ারম্যান পদে প্রথমে অনেক সম্ভ্যাব্য প্রার্থীর নাম শোনা গেলেও এখন আলোচনায় রয়েছেন তিন। এরা হলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ।

চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের কমিটির সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ‘তৃণমূল নেতাকর্মীরা আমার কাছে প্রত্যাশা করে এবং সময়ের প্রয়োজনে আমি প্রার্থী হচ্ছি।’

করেরহাট ইউনিয়ন পরিষদের দুই বারের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন বলেন, ‘আমাদের নেতা জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহোদয় বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সাত সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দুই দুই বারের মন্ত্রী ছিলেন। তাঁর সুযোগ্য পুত্র বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় ভাইয়ের পাঠশালার সাথী, আমাদের বর্তমান সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের হাতকে শক্তিশালী করতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। বৃহৎ পরিসরে মানুষে সেবাই হবে আমার মূল ব্রত।’

মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ফেরদৌস হোসেন আরিফ বলেন, ‘ঢাকা বিশ^বিদ্যালয় থেকে মিরসরাইয়ের রাজপথে যৌবণের সবটুকু সময় বিলিয়ে এসেছি। রাজনীতির যুদ্ধে নিজের দুই সহোদর আরফিন ও তারিফকে হারিয়েছি। আমার জীবনে হারানোর আর কিছু নেই। আল্লাহ বাচিয়ে রাখলে প্রার্থী আমি হবোই। আমার হারানোর কিছু নেই। জীবনে মারা গেছি অনেকবার একার না হয় শেষ মরাটা মরবো।’

মিরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন বলেন, ‘আমার বড় ভাই মরহুম রিদোয়ান কবির থেকে শুরু করে সকলেই দীর্ঘ সময় ধরে এলাকায় সমাজকর্মের সাথে যুক্ত রয়েছি। সমাজ সেবা ছাড়া রাজনীতিতেও আমরা অনেক ভূমিকা রাখছি। আরো বৃহৎপরিসরে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার মানুষের সেবা করতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।’

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়াম্যান ইসমত আরা ফেন্সী, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম কলি ও মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের সভাপতি বিবি কুলছুমা চম্পা নিজেদের প্রার্থীতা ঘোষণা করে ইতোমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন।

 

আরো খবর