গতকাল শুক্রবার আওয়ামী লীগকে ঘুমে রেখে ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারে বিক্ষোভ সমাবেশ করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। এতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
তার একদিন পর আজ শনিবার (২৭শে আগষ্ট) ভোর থেকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, সাধারণ সম্পাদক চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু বলেন, বিএনপির চোরাগোপ্তা হামলা করার জন্য ভোরে মিছিল করছে। যদি জনগণ তাদের সঙ্গে থাকে দিন দুপুরে রাজপথে আসুক। মিরসরাইয়ের অভিবাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পরামর্শে যুবলীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।
ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল কবির ফিরোজ বলেন, ওয়াহেদপুরসহ মিরসরাইয়ের কোথাও জামায়াত বিএনপিকে জনগণের জানমালের ক্ষতি করতে দেয়া হবে না। ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। অতীতেও তারা আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষের ক্ষতি করেছে। তবে এইবার তাদের রাজপথে নামতে দেয়া হবে না।