মিরসরাই উপজেলার সুনামধন্য বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান সাইনিং স্কুল এন্ড কলেজের এসএসসি-২০২২ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণদের সংবর্ধনা ও ক্লাশ পার্টি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
স্কুল হলরুমে আয়োজিত অনুষ্ঠান স্কুলের প্রিন্সিপাল ইমাম হোসেন ও একাডেমিক কো-অর্ডিনেটর শাহাদাত হোসেনের সার্বিক তত্বাবধানে এবং স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসাইন চৌধুরী, মিরসরাই উপজেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বারইয়ারহাট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে স্কুলটির শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাইনিং স্কুল এন্ড কলেজ থেকে ২০২২ সালে ১৮ জন এসএসসি পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়। শতভাগ পাশের হার নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৭ জন। এটি উপজেলার একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল।