নিজস্ব প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের বানিজ্যিক প্রাণকেন্দ্র বারইয়ারহাট পৌরসভায় আধুনিক মানসম্মত, রুচিশীল খাবারের প্রতিশ্রুতি নিয়ে শেরাটন রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। এসময় উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া, রেস্টুরেন্ট এর স্বত্ত্বাধিকারি ফজলুল করিম, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, ফরিদ উদ্দিন, যুবলীগ নেতা নাজিম উদ্দিন খোকন সহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ।
শেরাটন রেস্টুরেন্ট এর স্বত্ত্বাধিকারি ফজলুল করিম চৌধুরী জানান, এতদঞ্চলের মানসম্মত রেষ্টুরেন্টের মধ্যে শেরাটন সবার সেরা হবে। আমরা মানসম্মত, রুচিশীল ও টাটকা খাবার পরিবেশনের শতভাগ নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ।
উদ্যোক্তারা জানায়, নতুন এ রেস্টুরেন্টে বিয়ের ফর্দ, জন্মদিন, আকিকা অনুষ্ঠান, সুন্নতে খতনা অনুষ্ঠান, বিবাহ বার্ষিকীসহ সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সব রকম ব্যবস্থা রাখা হয়েছে।। কর্তৃপক্ষ জানিয়েছে সবসময় বিশেষ ব্যবস্থায় থাকবে হোম ডেলিভারী।