নুরুল আমিন রায়হান
বাইয়ারহারহাটে মৌলবাদ ও জঙ্গিবাদ বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মার্চ) সকালে বারইয়ারহাট বাজারে পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন এর নির্দেশনায় বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগ, বারইয়ারহাট কলেজ ছাত্রলীগ এবং হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন সাঈদ এর সভাপতিত্ব ও ২ নং হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শের শাহ, বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন সাঈদ, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান তারেক, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সোহেল পারভেজ, যুবলীগ নেতা মাসুক সম্রাট শাহ আলম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এই সময় বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন সাঈদ বলেন, বিএনপি জামায়ত দেশের যে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করেছে আমরা কলেজ ছাত্রলীগ মেয়র সাহেবের নির্দেশে তা মোকাবেলা করার জন্য সবসময় রাজপথে আছি।