বারইয়ারহাটে নিজ তহবিল থেকে ১৩০ পরিবারে খাদ্য সামগ্রী দিলেন পৌর মেয়র রেজাউল করিম

নুরুল আমিন রায়হান

বারইয়ারহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের ১৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র রেজাউল করিম খোকন। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে বারইয়ারহাট পৌরসভা কার্যালয়ে মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য বিতরণকালে মেয়র রেজাউল করিম খোকন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ লকডাউন দিন থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। হতদরিদ্র মানুষ গুলো পক্ষে সম্ভব হয়নি চাহিদামতো রমজানের সেহেরির খাবার আর ইফতার সামগ্রী কেনা। তাই মানবিক দিক চিন্তা করে ১ নম্বর ওয়ার্ডের ১৩০ পরিবারকে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন বারইয়ারহাট কলেজ ছাএলীগের সভাপতি ইমাম হোসেন সাঈদ, ছাত্রনেতা নাঈম, তারেক, আশরাফুল প্রমুখ।

আরো খবর