বারইয়ারহাট পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। লাইসেন্স দৃশ্যমান না রাখা, অনুমতি বিহীন ঔষধ সামগ্রী বিক্রয় ও অনুমোদনহীন আমদানিকৃত ঔষধ এবং শিশুখাদ্য বিক্রয়ের দায়ে প্রতিষ্ঠানগুলোকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানাকৃত প্রতিষ্ঠান হলো মেসার্স জোবেদা ফার্মেসি, রহমানিয়া ফার্মেসি ও আরাফ ফার্মেসি।
বুধবার (১১ জানুয়ারী) অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এসময় চট্টগ্রাম ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন রাজু উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, দৃশ্যমান লাইসেন্স না রাখা, অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, বিক্রয়ের অনুমতি বিহীন ঔষধ সামগ্রী এবং শিশু খাদ্য বিক্রিয়ের দায়ে তিনটি ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও অন্যান্য ফার্মেসীগুলোকে সতর্ক করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।