
নিজস্ব প্রতিনিধি
বারইয়ারহাটে জেলিযুক্ত চিংড়ী মাছ বোঝাই একটি কাভার্ডভ্যান জব্ধ করেছে পৌর মেয়র রেজাউল করিম খোকন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৩টার দিকে বারইয়ারহাট মাছ বাজারে কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে শুক্রবার (৩০ এপ্রিল) সকালে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে তিনটি মৎস্য আড়তে ৪০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা।
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, বিভিন্ন মাধ্যমে খবর আসে সাতক্ষীরা থেকে ক্ষতিকর জেলিযুক্ত বাগদা চিংড়ী বোঝাই একটি কাভার্ডভ্যান এসেছে বারইয়ারহাট মাছ বাজারে। মাছগুলো বারইয়ারহাট মৎস্য আড়তের বাবুল ফিস, মোল্লা ফিস সহ তিনটি আড়তের জন্য নিয়ে আসা হয়। তখন আমি কাভার্ডভ্যান থেকে মাছগুলো নামিয়ে দেখি ক্ষতিকর জেলিযুক্ত। এরপর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমাকে বিষয়টি অবহিত করেছি। তিনি এসে তাদের জরিমানা করেন। ১২টি কার্টুনে ১৫৬ কেজি মাছ ছিল। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৭৮ হাজার টাকা।
তিনি আরো বলেন, প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে। ক্ষতিকর জেলি মেশানো চিংড়িসহ সব ধরনের রাসায়নিক মিশ্রিত মাছ বিক্রি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ অভিযান অব্যহত থাকবে।
মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা বলেন, বারইয়ারহাট বাজারে চিংড়ী মাছে জেলি মিশ্রিত করায় ভোক্তা অধিকার আইনে ৩টি মৎস্য আড়তের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।