বারইয়ারহাটে কারখানায় অগ্নিকান্ড ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

top Banner


নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার জামালপুরে অগ্নিকান্ডে একটি কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত দেড়টায় জামালপুর গ্রামের শামীম ষ্টোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে একটি অটো রিক্সা, কারখানার বিভিন্ন মেশিন পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শামীম ষ্টোরের মালিক মো. শামীম জানান, বৃহস্পতিবার রাতে আমার নাস্তা কারখানায় হঠাৎ আগুন দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়দের সহযোগিতা ও মিরসরাই ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম পাটোয়ারী বলেন, জামামপুর গ্রামে একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

আরো খবর