::নিজস্ব প্রতিবেদক::
মিরসরাইয়ের বামনসুন্দরে মানবসৃষ্ট অক্ষরে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রুহেলের নাম লিখে ছবি প্রকাশ করেছে ৭নং কাটাছড়া ইউনিয়ন ছাত্রলীগ।
৮ মার্চ মঙ্গলবার দুপুরে বামনসুন্দর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে মানবসৃষ্ট অক্ষরে রুহেলের নাম লিখে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
মিরসরাইয়ে সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র ও দেশের আইটি খাতে অবদান রাখা ব্যক্তিত্ব মাহবুব রুহেলের প্রতি ভালোবাসা থেকে এমন উদ্যোগের কথা জানান কাটছাড়া ইউনিয়ন ছাত্রলীগ। ছাত্রনেতা রেহান, সুমন, হাসিব এই অনন্য উদ্যোগ নেয় বলে জানা যায়।
ছাত্রনেতা হাসিব বলেন, আমরা রুহেল ভাইকে ভালোবাসি, উনাকে আগামীর এম.পি হিসেবে দেখতে চাই।চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক মেজবা উদ্দিনের পরামর্শে আমরা স্কুল ছাত্রদের এই আয়োজন করি।এটি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ।