বামনসুন্দরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে আওয়ামী লীগ নেতা পারভেজ

top Banner

মিরসরাইয়ের কাটাছরা ইউনিয়নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে ৩টি বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখর উদ্দিন পারভেজ। শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে ওই বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

ফখর উদ্দিন পারভেজ বলেন, আগুনে পুড়লে কিছু রক্ষা সম্ভব হয়না। আগুনে উনাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার ব্যক্তিগত তহবিল থেকে কিছু খাদ্য সামগ্রী দিয়েছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকবো। উল্লেখ্য গত মঙ্গলবার রাত ৯ টায় কাটাছরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ বামনসুন্দর গ্রামের সফর আলী ঘাট মাঝি বাড়ী প্রকাশ আলা বক্স বলী বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো খবর