বানভাসি মানুষের পাশে বিজিসি ট্রাস্ট

top Banner

বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিসি ট্রাস্ট। মিরসরাই, উপজেলার বিভিন্ন এলাকায় চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। মিরসরাই ছাড়াও ফটিকছড়ি, ফেনী, ছাগলনাইয়া, ফুলগাজি ও পরশুরাম এলাকায়ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।

মিরসরাইয়ের বিভিন্ন আশ্রয়কেন্দ্র মারুফ মডেল স্কুল, মিঠাছরা উচ্চ বিদ্যালয়, ওয়াহেদুন্নেছা উচ্চ বিদ্যালয়, সারেং স্কুল, কাটাছরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আবুরহাট উচ্চ বিদ্যালয়, আবুর হাট মাদ্রাসা, বিজলী ক্লাব, তেতৈয়া মাদ্রসা, বনলতা সংঘ, মস্তান নগর স্টুডেন্ট এসোসিয়েশন, সদয় সংঘে অবস্থান করা অসহায় মানুষ এবং ইছাখালী, এলাকায় বানভাসী মানুষের বাড়িতে বাড়িতে এই সকল সামগ্রী পৌঁছে দেন বিজিসি ট্রাস্ট কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্চাসেবীর কাজে নিয়োজিত শিক্ষার্থীরা।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র আইনবিভাগের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, চলমান বন্যায় সারা দেশের মানুষের মতো আমাদের হৃদয় নাড়া দেয়। আমাদের বিশ্ববিদ্যালয় সব সময় দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ায়। বিজিসি ট্রাস্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবসার উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের  উপচার্য প্রফেসার ড. এ.এফ.এম, আওরঙ্গজেবের তড়িত গতিতে বন্যার্ত অসহায় মানুষের জন্য ফান্ড দেন। আমরা অসহায় মানুষগুলোর জন্য সামান্যকিছু করতে পেরে তৃপ্তি বোধ করছি।

বানভাসীদের খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে অংশগ্রহন করেন আইনবিভাগের চেয়ারম্যান আব্দুল হান্নান, রেজিস্টার ইনচার্জ ড. এস এম শোয়াইব, বিজনেস এন্ড এডিমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান সরোয়ার উদ্দিন, সিএসই বিভাগের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান জাহিদ বিন রাহিম, ইংরেজী বিভাগের চেয়ারম্যান আজিম উদ্দিন, জার্নালিজম এন্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইয়াসির সিলমী, এমবিএ বিভাগের কো-অর্ডিনেটর সোমান চক্রবর্তী, ডেপুটি রেজিস্টার সালাহ উদ্দিন শাহরিয়ার, ডেপুটি ম্যানেজার পিন্টু শিল, বিজিসি একাডেমির চেয়ারম্যান ইন চার্জ, মেহেদি মোবারক, লেকচারার শাহেদুল ইসলাম, প্রক্টর ইনচার্জ গোলাম শাহরিয়ার,বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের শিক্ষক মুহাম্মদ নাঈম উদ্দিন,ফার্মেসী বিভাগের শিক্ষক মুরাদুর রহমান, বিজিসি একাডেমি কলেজের প্রভাষক মু. জাহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক শাহ আলম তালুকদার, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান, আইন বিভাগের সাবেক শিক্ষার্থী এ্যাডভোকেট শহিদ উল্লাহ, এ্যাডভোকেট নাজমুল হাসান প্রমুখ।

আরো খবর